যশোর জেলার ১৮টি রুটের সকল পরিবহনে ‘জরুরি সেবা ৯৯৯’- লেখা সম্বলিত স্টিকার লাগানোর উদ্যোগ নিয়েছে পুলিশ। এরই ধারাবাহিকতায় জেলার প্রায় ৭০০ বাস-মিনিবাসসহ বিভিন্ন পরিবহনে জরুরি সেবার এই স্টিকার লাগানোর কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) দুপুরে যশোর পুরাতন বাস টার্মিনাল মনিহার এলাকায় বাস মালিক সমিতির নেতৃবৃন্দের উপস্থিতিতে পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন এই স্টিকার লাগানোর কার্যক্রমের উদ্বোধন করেন।
পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন জানান, যশোরের ১৮টি রুটের সকল বাস-মিনিবাসসহ অন্যান্য পরিবহনে ‘জরুরি সেবায় ৯৯৯’-এর স্টিকার লাগানো হবে। প্রতিটি স্টিকারে সংশ্লিষ্ট গাড়ির নম্বরও লেখা থাকবে। যাত্রীসাধারণের কেউ যেন কোনো সমস্যায় পড়লে ৯৯৯ নম্বরে কল করে জরুরি সেবা নিতে পারেন সেই লক্ষ্যেই জেলা পুলিশ এই উদ্যোগ হাতে নিয়েছে।
এ সময় জেলা বাস মালিক সমিতির সভাপতি আলী আকবার, মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক অসীম কুণ্ডু, বাংলাদেশ পরিবহন শ্রমিক সংস্থার সভাপতি মামুনুর রশিদ বাচ্চু, যশোর কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ তাসলিম আলম, জেলা ট্রাফিক ইন্সপেক্টর শুভেন্দু কুমার মুন্সি, সাখাওয়াত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।