যশোরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত - যশোর নিউজ - Jessore News

Breaking

Post Top Ad


Post Top Ad

Responsive Ads Here

Thursday, January 23, 2020

যশোরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

যশোরের ঝিকরগাছা উপজেলায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে ইলিয়াস (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আরও এক চোর আহত হয়েছে।

বৃহস্পতিবার ভোরে ঝিকরগাছার চন্দ্রপুর গ্রাম থেকে হতাহতদের উদ্ধার করেছে পুলিশ। নিহত ইলিয়াস হোসেন ঝিকরগাছার কৃষ্ণপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে ও আহত আবদুল (৩০) ঝিকরগাছার মল্লিকপুর গ্রামের কালু মিয়ার ছেলে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ঝিকরগাছার চন্দ্রপুর গ্রামের ইনসান আলীর গোয়ালের তিনটি গরু চুরি করে নিয়ে যাচ্ছিল ইলিয়াস ও আবদুল। এ সময় এক ছাত্র রাত জেগে পড়ালেখা করছিলেন। তিনি টের পেয়ে যায় গরু চুরির বিষয়টি। এর পর এলাকাবাসী সংগঠিত হয়ে চোরদের ধাওয়া দিয়ে পিটুনি দেয়।

এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। ভোরে পুলিশ হতাহতদের উদ্ধার করেছে। আহত আবদুলকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here