যশোরের নওয়াপাড়া নৌবন্দরে তলা ফেটে একটি কয়লাবোঝাই কার্গো জাহাজ ডুবে গেছে।
বন্দরের তামিম ঘাটে রোববার দুপুরে ডুবে যাওয়া এমভি মরু দুলাল নামের এই জাহাজে প্রায় সাড়ে ৪০০ টন কয়লা ছিল বলে আমদানিকারক শেখ ব্রাদার্সের মার্কেটিং কর্মকর্তা সুকুমার জানিয়েছেন।
তিনি বলেন, আমদানি করা কয়লা নিয়ে মোংলা বন্দরের হারবাড়িয়া পয়েন্ট থেকে শনিবার সকালে রওনা হয় এমভি মরু দুলাল। রোববার সকালে নওয়াপাড়ার বন্দরে নোঙ্গর করার সময় জাহাজের তলা ফেটে পানি ঢুকতে শুরু করে। জোয়ার বাড়ার সঙ্গে সঙ্গে জাহাজটি দুপুরের মধ্যে ডুবে যায়।
অভয়নগর থানায় জিডি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় প্রয় সাড়ে তিন কোটি টাকার ক্ষতি হতে পারে। উদ্ধারকাজ শুরু করা হয়েছে।
এ ঘটনার জন্য জাহাজের মাস্টার ফসিয়ার রহমান কচি ভাটাকে দায়ী করেছেন।
তিনি বলেন, “ঘাটে নোঙ্গর করার সময় নদীতে ভাটা ছিল। এ কারণে নদীর তলদেশে আঘাত লেগে ফাটল ধরে জাহাজটি তলিয়ে যায়।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম