যশোর নাভারণ রেলস্টেশনে পরিত্যক্ত স্বর্ণের বার উদ্ধার - যশোর নিউজ - Jessore News

Breaking

Post Top Ad


Post Top Ad

Responsive Ads Here

Sunday, January 19, 2020

যশোর নাভারণ রেলস্টেশনে পরিত্যক্ত স্বর্ণের বার উদ্ধার

যশোরের শার্শা উপজেলার নাভারন রেলস্টেশন মোড় থেকে দুই পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে নাভারন রেলস্টেশন মোড় থেকে পরিত্যক্ত অবস্থায় একটি স্কুল ব্যাগ থেকে এ স্বর্ণের বার উদ্ধার করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পে কর্মরত নায়েব সুবেদার শহিদুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি দল অভিযান চালিয়ে নাভারন স্টেশন মোড় এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি লাল স্কুল ব্যাগ উদ্ধার করে। পরে সেটা তল্লাশি করে তার মধ্যে ৬১৩.৫৯ গ্রাম ওজনের দুই পিস স্বর্ণের বার পাওয়া যায়। যার বাজার মূল্য ৩১ লাখ ৯৫ হাজার টাকা। উদ্ধার স্বর্ণের বারের ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

Post Top Ad

Responsive Ads Here