যশোরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাত পর্যন্ত জেলার আট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত এসব আসামিদের গ্রেফতার করা হয়।
যশোর এসপি মঈনুল হক জানান, জেলা পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার আট উপজেলার নয় থানার বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ৫৪ জনকে গ্রেফতার করা হয়। দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।