যশোরে ২০১৯-২০ কর বছরে ২৪ কোটি ৩০ লাখ টাকা কর আদায় - যশোর নিউজ - Jessore News

Breaking

Post Top Ad


Post Top Ad

Responsive Ads Here

Monday, December 9, 2019

যশোরে ২০১৯-২০ কর বছরে ২৪ কোটি ৩০ লাখ টাকা কর আদায়


২০১৯-২০ কর বছরে যশোরে ২৪ কোটি ৩০ লাখ ১১ হাজার ৮৬২ টাকা আয়কর আদায় হয়েছে; যা গত ২০১৮-১৯ কর বছর থেকে ১১ কোটি ১১ লাখ ৪৫ হাজার ৫৫ টাকা বেশি।

খুলনা সিভিল ডিভিশনের আওতায় ১০ জেলায় ২২টি কর সার্কেলসহ মোট ২৮টি অফিসের মাধ্যমে কর অঞ্চলের কাজ পরিচালিত হয়। যশোর জেলায় তিনটি কর সার্কেল। যশোর সার্কেল-৮, খুলনা কর অঞ্চলের (যশোর) আওতায় যশোর সদর, বাঘারপাড়া ও কেশবপুর উপজেলা। যশোর সার্কেল-১১, খুলনা কর অঞ্চলের (নওয়াপাড়া) আওতায় অভয়নগর ও মনিরামপুর উপজেলা আর যশোর সার্কেল-১২, খুলনা কর অঞ্চলের (ঝিকরগাছা) আওতায় ঝিকরগাছা, শার্শা ও চৌগাছা উপজেলা।

খুলনা কর অঞ্চল, যশোর সার্কেল-৮-এর উপ কর-কমিশনার জিল্লুর রহমান জানান, ২০১৯-২০ কর বছরে তারা যশোর সদর, বাঘারপাড়া ও কেশবপুর উপজেলায় ১৯ কোটি ৩৮ লাখ ৮৬ হাজার ৭৪ টাকা আয়কর আদায় করেছেন। গত ২০১৮-১৯ আদায় হয়েছিল ১০ কোটি ৯ লাখ ৪৮ হাজার ৬১০ টাকা। অর্থাৎ চলতি কর বছরে ৯ কোটি ২৯ লাখ ৩৭ হাজার ৪৬৪ টাকা বেশি আদায় হয়েছে।

তিনি বলেন, গত কয়েক বছর ধরে আয়কর মেলার মাধ্যমে মানুষকে সহজভাবে কর দিতে উৎসাহ দেওয়া হচ্ছে। তারা স্বতঃস্ফূর্তভাবে কর দিতে এগিয়ে আসছেন। আগে মানুষের মধ্যে আয়কর দেওয়ার বিষয়ে ভীতি ছিল। মেলার আয়োজন করায় এবং কর কর্মকর্তাদের সহযোগিতায় সে ভীতি দূর হয়েছে। তিনি আরও জানান, রিটার্ন জমা দিলে কর দিতে হয় না। আয়করযোগ্য হলে শুধু কর দিতে হবে। তবে ই-টিআইএন থাকলে অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে।

খুলনা কর অঞ্চল, যশোর সার্কেল-১২-এর সহকারী কর-কমিশনার আমিনুল হক জানান, ঝিকরগাছা, শার্শা ও চৌগাছা উপজেলায় ২০১৯-২০ কর বছরে তিন কোটি ১৭ লাখ ২১ হাজার ৬৭ টাকা আয়কর আদায় হয়েছে। গত ২০১৮-১৯ আদায় হয়েছিল এক কোটি ৯০ লাখ আট হাজার ৪৫০ টাকা। গত বছর থেকে চলতি বছর এক কোটি ২৭ লাখ ১২ হাজার ৬১৭ টাকা বেশি কর আদায় হয়েছে। তিনি আরও জানান, আয়কর অধ্যাদেশ ১৯-এর বিবিবিবিবি ধারার আওতায় নতুন করদাতারা তাদের মূল্যবান বাড়িঘর ও অস্থাবর সম্পত্তির হিসাব দাখিল করতে পারবেন। পরে এই টাকার উৎসের ব্যাখ্যা আয়কর বিভাগ কখনও জানতে যাবে না। এর ওপর আস্থা রেখেই মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে এবার কর দিতে আগ্রহী হয়েছে।

খুলনা কর অঞ্চল, যশোর সার্কেল-১১-এর সহকারী কর-কমিশনার মিলন কুমার মৌলিক জানান, অভয়নগর ও মনিরামপুর উপজেলায় ২০১৯-২০ কর বছরে এক কোটি ৭৪ লাখ চার হাজার ৭২১ টাকা আয়কর আদায় হয়েছে। গত ২০১৮-১৯ আদায় হয়েছিল এক কোটি ১৯ লাখ ৯ হাজার ৭৪৭ টাকা। গত বছর থেকে চলতি বছর ৫৪ লাখ ৯৪ হাজার ৯৭৪ টাকা বেশি কর আদায় হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here