যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ স্বপ্না খাতুন (৩৬) ও তাহমিনা আক্তার তানিয়া (৩০) নামে দুই নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বুধবার (১১ ডিসেম্বর) সকালে বেনাপোল পোর্ট থানার পোস্ট অফিসের সামনে অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের আটক করা হয়।
আটককৃত স্বপ্না খাতুন খুলনার নাজিরহাট গ্রামের পলাশের স্ত্রী ও তাহমিনা আক্তার তানিয়া খুলনার বানিয়াখামার শহরের নুরুল ইসলামের স্ত্রী।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, আটক দুই নারী মাদক কারবারিকে মাদক আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।