যশোরে ‘স্বপ্নের ফেরিওয়ালা’ নামে একটি প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। আজ শুক্রবার স্বজন সংঘ’র কার্যালয়ে অনাড়ম্বর ভাবে থ্যালাসেমিয়া মুক্ত বাংলাদেশ, বিভিন্ন সংকট আর সমস্যা সমাধানে সচেতন সমাজ গড়া এবং কর্মের মূল্যায়নের লক্ষ নিয়ে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি।
এসময় উপস্থিত ছিলেন স্বজন সংঘ’র সভাপতি আবু মোহাম্মদ সায়াদাত হাসান পলাশ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাধন কুমার দাস, যুগ্ম-সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার নন্দী, সাংগঠনিক সম্পাদক শেখ মাসুদ হুসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক গাজী শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ তাপস লাহা, দপ্তর সম্পাদক সঞ্জয় মন্ডল, ইয়াছির আরাফাত শুভ, সদস্য অজয় দত্ত, নব কুমার সাহা, আশরাফুজ্জামান মুন, অনুপ কুমার রায়, প্রদীপ ঘোষ, কার্তিক চন্দ্র ভৌমিক প্রমুখ।