যশোরের মেহেদিসহ ৩ তরুন মোটরসাইকেলে ভারত-পাকিস্তান ভ্রমণে - যশোর নিউজ - Jessore News

Breaking

Post Top Ad


Post Top Ad

Responsive Ads Here

Saturday, December 7, 2019

যশোরের মেহেদিসহ ৩ তরুন মোটরসাইকেলে ভারত-পাকিস্তান ভ্রমণে


বাংলাদেশকে বর্হিবিশ্বের সামনে তুলে ধরতে এবং তরুন সমাজকে হতাশা থেকে মুক্তি দিতে যশোরের তরুন মেহেদি হাসান মোটরসাইকেল যোগে বাংলাদেশ থেকে ভারত হয়ে পাকিস্তানে লাহোরে যাচ্ছেন।
শুক্রবার যশোর শহরের বেজপাড়া বাসা থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিয়ে এ মোটরসাইকেল যাত্রা শুরু করেন তিনি। মেহেদি হাসান পেশায় ব্যবসায়ী হলেও ঘুরে বেড়ানো তার নেশা। দেশের প্রতিটি জেলা ও উপজেলায় তিনি ইতোপূর্বে গিয়েছেন মোটরসাইকেল চালিয়ে।
মেহেদি হাসানের বন্ধু মাজাহারুর হক তাইপ জানান, দেশের তরুনদের ভ্রমণে উৎসাহিত, বাংলাদেশকে বর্হিবিশ্বে তুলে ধরতে মেহেদি হাসান এ মোটরসাইকেল ভ্রমণ শুরু করেছেন।
তিনি আরো জানান, বাংলাদেশের বেনাপোলের বর্ডার দিয়ে কলকাতায় পৌছাবেন। সেখান থেকে লৌক্ষ্ম, দিল্লি, পাঞ্জাবের যাবেন। সেখানে ওয়াগাহ বর্ডার পার হয়ে পাকিস্তানে যাবেন। পাকিস্তানের করাচী, লাহোরসহ বিভিন্ন প্রদেশে যাবেন। তার সাথে আছেন আবু সাইদ এবং চট্টগ্রামের মোসাদ্দেক চৌধুরী।
যাত্রার সময় তিনি দেশবাসির কাছে দোয়া কামনা করেছেন। আগামী ২৬ ডিসেম্বর দেশে ফিরবেন বলে জানিয়েছেন মেহেদি।

Post Top Ad

Responsive Ads Here