যশোরে কনকনে শীত অব্যাহত রয়েছে। অব্যাহত রয়েছে হিমেল হাওয়াও। এজন্য টানা ছয় দিন ধরে বিপর্যস্ত যশোরের জনজীবন। শীতার্ত মানুষ যাতে কষ্ট না পায় সে জন্য সরকারিভাবে বিতরণ করা হয়েছে ৪৫ হাজার কম্বল।
বিমান বাহিনীর যশোরস্থ আবহাওয়া অফিস সুত্রে জানাগেছে, মঙ্গলবার সকালে যশোরের তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। এদিকে গত ৫ দিন ধরে যশোরে ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা বিরাজ করায় জনজীবনেও এর ব্যাপক প্রভাব পড়েছে। সকাল-সন্ধ্যায় একান্ত প্রয়োজন ছাড়া মানুষ বাইরে বেরুচ্ছেন না। শীত নিবারণে অনেকে আগুন জ্বালিয়ে তাপ নিচ্ছেন। এ অবস্থায় চরম বিপাকে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। জীবিকার তাগিদে জবুথবু হয়ে তাদের কাজের সন্ধ্যানে বের হতে হচ্ছে।
তবে যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল হাসান জানান, দরিদ্র শ্রেণির মানুষ যাতে শীতবস্ত্রের অভাবে না ভোগেন সে জন্য সজাগ রয়েছে জেলা প্রশাসন। ইতোমধ্যে জেলার ৮ উপজেলায় সরকারি ভাবে ৪৫ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। এ তৎপরতা অব্যাহত থাকেব।