যশোরের বেনাপোল সীমান্ত হতে ২.১ কেজি স্বর্ণ উদ্ধার করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহল দল।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক মোঃ সেলিম রেজা, পিএরসসি জানান, দীর্ঘদিন যাবত হুন্ডি, মাদক, চেরাচালান ও স্বর্ণ আটকের নিমিত্তে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়েছে। যার ফলশ্রুতিতে অদ্য ১৫ ডিসেম্বর ২০১৯ তারিখ বেনাপোল ক্যাম্পে কর্মরত নায়েক মোঃ নুরুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে বেনাপোল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার গাতিপাড়া মাঠ হতে আনুমানিক ১২৩০ ঘটিকায় ২.১ কেজি ওজনের ১৮ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৯২,৪০,০০০/- (বিরানব্বই লক্ষ চল্লিশ হাজার) টাকা। উদ্ধারকৃত স্বর্ণের বার বেনাপোল পোর্ট থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।