র্যাবের যশোর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার সোহেল পারভেজ এর নেতৃত্বে শুক্রবার একটি আভিযানিক দল মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
র্যাব জানায়, যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন বসুন্দিয়া মোড়, খুলনা মহাসড়কের কাঠপট্রি বাবুল ফার্নিচার (প্রোপাইটার মোঃ মাসুদ রহমান) নামক অর্ধপাকা বিল্ডিং দোকান ঘরের মধ্যে অভিযান পরিচালনা করে আসামী মোঃ মাসুদ রহমান (৩৬) পিতা মৃত সোহরাব বিশ^াস সাং কিফায়েত নগর বিশ^াস পাড়া থানা-কোতয়ালী মডেল জেলা-যশোর’কে আটক করে তার স্বীকারোক্তি মোতাবেক ০১ টি সাদা রংয়ের প্লাষ্টিকের বস্তার মধ্যে রক্ষিত ১৬৫ (এক শত পঁয়ষট্রি) বোতল ভারতীয় তৈরি ফেন্সিডিল উদ্ধার করা হয়।