যশোরে ৪৫ টাকায় কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
সোমবার যশোর দড়াটানা ভৈরব চত্বরে ট্রাকে করে পেঁয়াজ বিক্রি করা হয়। প্রথম দিনেই ৪৫ টাকায় পেঁয়াজ কিনতে ক্রেতাদের দীর্ঘ লাইন পড়ে যায়।
পেঁয়াজ কিনতে গিয়ে হিমশিম খেতে হয়েছে। তবে সাশ্রয়ী মূল্যে এই পেঁয়াজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রেতারা।
জানা গেছে, তুরস্ক থেকে আমদানি করা সাদা পেঁয়াজ যশোরের জন্য ৩ হাজার কেজি বরাদ্দ করেছে টিসিবি। প্রতি ক্রেতা ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ ক্রয় করতে পারবেন।
পেঁয়াজ কিনতে আসা ফারুক হোসেন জানান, টিসিবি প্রতি কেজি পেঁয়াজ ৪৫ টাকায় বিক্রি করলেও তা অনেক নিম্নমানের। এক কেজি পেঁয়াজে ২০০ থেকে ৩০০ গ্রাম পর্যন্ত নষ্ট রয়েছে। আবার পেঁয়াজের মান ভালো না।
ময়না বেগম নামে এক ক্রেতা জানান, বাজারে এসেছিলাম। দেখি দড়াটানায় টিসিবির পেঁয়াজ বিক্রি হচ্ছে। দুই ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অবশেষে এক কেজি পেঁয়াজ পেলাম। তাতে প্রায় আধাকেজি পেঁয়াজ নষ্ট রয়েছে। বদলিয়ে দিতে বললে বলে আপনাকে পেঁয়াজ কিনতে হবে না।
ক্রেতাদের অভিযোগ প্রসঙ্গে বিক্রেতা আক্তার হোসেন বলেন, আমাদের যে পেঁয়াজ দেয়া হয়েছে আমরা তাই বিক্রি করছি।
যশোরে টিসিবির পেঁয়াজ সরবরাহকারী মেসার্স মাহফুজ ট্রেডিংয়ের পরিচালক মাহফুজুর রহমান জানান, যশোরে ৩ হাজার কেজি পেঁয়াজ বিক্রির বরাদ্দ পেয়েছেন। পেঁয়াজের বস্তার ভেতরে যেমন পেঁয়াজ পেয়েছেন, সেটাই বিক্রি করছেন। যদি নষ্ট থাকে, তাহলে তাদের কিছু করার নেই।
টিসিবির খুলনা বিভাগীয় কর্মকর্তা রবিউল মোর্শেদ জানান, যশোরে ৩ হাজার কেজি পেঁয়াজ বরাদ্দ দেয়া হয়েছে। ৪৫ টাকা দরে টানা তিন দিন বিক্রি হবে।
ক্রেতাদের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, যার খেতে ইচ্ছা করবে তিনিই এই পেঁয়াজ খাবেন।