যশোরে বধ্যভূমিতে আলোক প্রজ্জ্বলন - যশোর নিউজ - Jessore News

Breaking

Post Top Ad


Post Top Ad

Responsive Ads Here

Tuesday, December 10, 2019

যশোরে বধ্যভূমিতে আলোক প্রজ্জ্বলন


আন্তর্জাতিক গণহত্যা প্রতিরোধ দিবসে যশোরে বধ্যভূমির পাদদেশে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে।

সোমবার (০৯ ডিসেম্বর) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বধ্যভূমিতে আলোক প্রজ্জ্বলন করেন যশোরের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতারা।

এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তরা বলেন, মহান স্বাধীনতা সংগ্রামে পাকিস্তানি হানাদার বাহিনী দেশে যেভাবে গণহত্যা চালিয়েছিল তা কখনো ভুলে যাওয়ার নয়। তাই আমাদের নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস সম্পর্কে উদ্বুদ্ধ করতে সবাইকে বিকৃত ইতিহাস পরিহার করতে হবে।

এসময় বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি সুকুমার দাস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহামুদ হাসান বুলু, সম্মিলিত সাংস্কৃতি জোট যশোরের ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম তারু, উদীচী যশোরের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ প্রমুখ।

২০১৫ সালের ১১ সেপ্টেম্বর জাতিসংঘ ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক গণহত্যা প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করে।
বাংলানিউজ 

Post Top Ad

Responsive Ads Here