ভৈরব নদ সংলগ্ন বেদখল জমি ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধন করেছে কৃষকরা। বৃহস্পতিবার সদর উপজেলার দৌলতদিহি নদের পারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে চুড়ামনকাটি ও কাশিমপুর ইউনিয়নের পাঁচ শতাধিক কৃষক অংশগ্রহণ করে। তাদের দাবি, মালিকানাধীন চাষযোগ্য জমি থেকে পানি উন্নয়ন বোর্ডের রোপণকৃত বৃক্ষ অপসারণ করা হোক। এর আগে গত ৬ নবেম্বর কৃষকরা একই দাবিতে যশোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন।
কৃষকরা বলেন, ভৈরব নদের দুই পারে তারা সিএসএসএ ও আরএস রেকর্ডের জমির মালিক। ভৈরব নদ খননের পূর্বে এসব জমিতে ধান, গম, ছোলা, খেসারি, মুগ, মসুর, আলুসহ বিভিন্ন আবাদ করতেন। কিন্তু নদী খননের সময় নদীপারের মাটি অনেকদূরে কৃষকদের মালিকানা জায়গায় রাখে। এছাড়া নদী পার হতে বিস্তার জায়গা নিয়ে মাটি স্তূপ করে রাখে কর্তৃপক্ষ। এই মাটির স্তূপ কোন কোন স্থানে নামমাত্র মাটি সমান করা হয়। নদ খননের পর ওই মালিকানা জমির দু’পার দিয়ে বৃক্ষ রোপণ শুরু করে যশোর পানি উন্নয়ন বোর্ড। যার কারণে কৃষকদের মালিকানা জমির একটি অংশ দখলে চলে যায় পানি উন্নয়ন বোর্ডের। বর্তমানে কৃষকরা তাদের জমিতে চাষ করতে না পেরে অসহায় জীবনযাপন করছেন।