যশোরে নানা আয়োজনে বুদ্ধিজীবী দিবস পালন - যশোর নিউজ - Jessore News

Breaking

Post Top Ad


Post Top Ad

Responsive Ads Here

Saturday, December 14, 2019

যশোরে নানা আয়োজনে বুদ্ধিজীবী দিবস পালন

নানা আয়োজনে যশোরে পালিত হয়েছে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটির সকালে শহীদদের স্মরণে জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ শহরের শংকরপুরস্থ বর্ধভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভা করা হয়। শনিবার সকালে যশোর জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক শফিউল আরিফ, পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার মঈনুল হক শ্রদ্ধা নিবেদন করেন। এসময় শহীদদের স্মৃতিতে গভীর শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি, যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি রাজেক আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সহ-সভাপতি একেএম খয়রাত হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। এছাড়া যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর শিক্ষাবোর্ড, এম এম কলেজ, সিটি কলেজ, মহিলা কলেজ ও আব্দুর রাজ্জাক কলেজসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানানোর এম এম কলেজে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর আবু তালেব। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর সেখ আবুল কাওসার ও শিক্ষক পরিষদের সম্পাদক মহিউদ্দিন। সভাপতিত্ব করেন প্রফেসর মোশারেফ হোসেন। সিটি কলেজে প্রামাণ্য চিত্র প্রদর্শন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর আবু তোরাব মোঃ হাসান। আহবায়ক অসীম কুমার দাশের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর জোবাইদা গুলশান আরা ও শিক্ষক পরিষদের সম্পাদক ড. আনওয়ার হোসেন। শিক্ষাবোর্ড স্কুল এন্ড কলেজে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ লে.ক. গোলাম মোস্তফা। আহবায়ক গোলাম রসুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ কল্যাণ সরকার, মুক্তিযোদ্ধা আব্দুল খালেক ও মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ। এমএসটিপি স্কুল এন্ড কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ খায়রুল আনামের সভাপতিত্বে আলোচনা করেন সহকারী প্রধান শিক্ষক মাহমুদা বেগম, সিনিয়র শিক্ষক জহিরুল ইসলাম ও বিথিকা দে। এছাড়া বুদ্ধিজীবীদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা হয়। 

Post Top Ad

Responsive Ads Here