যশোরের নওয়াপাড়া পাঁচকবর নামকস্থানে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যার এ সংঘর্ষে ট্রেনের ৭ যাত্রী আহত হয়েছেন।
আহত তিনজনকে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া বাকি ৪ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উমর ফারুক বলেন, ট্রাকটি রেললাইন পার হওয়ার সময ট্রাকের পেছনে ট্রেনের ধাক্কা লাগে। ট্রেনে থাকা যাত্রীরা পা বাইরে রেখে বসে থাকায় তাদের পায়ে ট্রাকের ধাক্কা লাগে। যাত্রীদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।