যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৬৫ হাজার ৪শ’ মার্কিন ডলারসহ সজীব (২৮) নামে এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।
বুধবার (২৭ নভেম্বর) বিকেলে বেনাপোল বাসস্ট্যান্ড থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে। আটককৃত সজীব শরিয়তপুরের নড়িয়া উপজেলার নড়িয়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ভারত থেকে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রার একটি চালান এনে এক পাচারকারী বেনাপোল বাসস্ট্যান্ডে অপেক্ষা করছে। পরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে।
এ সময় তার শরীরে তল্লাশী করে ৬৫ হাজার ৪শ’ ইউএস ডলার পাওয়া যায়। যা বাংলাদেশি টাকায় প্রায় ৬০ লাখ টাকা। আটক সজীবের বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।