সড়ক আইন কার্যকরের ঘোষণায় যশোর বিআরটিএ অফিসে দালাল চক্রের তৎপরতা বেড়েছে। ড্রাইভিং ও গাড়ির লাইসেন্স করার ভীড় বাড়ার সুযোগ নিয়ে এই চক্রটি অফিসে যেন ঘুষের হাট বসিয়েছে। তারা নানা কৌশলে প্রতি ফাইলে দুই থেকে তিন হাজার টাকা বেশি হাতিয়ে নিচ্ছে।
যশোর জেলা তথ্য বাতায়নে বিআরটিএ অফিসের কর্মরত অফিসার ও কর্মচারীর নামের তালিকায় রয়েছেন সহকারী পরিচালক (ইঞ্জি:) কাজী মো. মোরছালীন, মোটরযান পরিদর্শক হুমায়ুন কবীর, সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আব্দুস সোবহান গাজী, উচ্চমান সহকারী কম্পিউটার অপারেটর মো. নজরুল ইসলাম, সহকারী মোটরযান পরিদর্শক মো. আব্দুল মতিন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ফাহাদ আহমেদ, রেকর্ড কিপার মো. হারুন অর রশিদ ও অফিস সহায়ক মুন্সি আব্দুল আলীম। এই ৮ জনের নাম থাকলেও কাজ করেন কমপক্ষে ১৫জন। বাকিদের নিয়োগ আছে কি না নিশ্চিত হওয়া যায়নি।