যশোরে জেএমবি সদস্যের ২২ বছরের কারাদণ্ড - যশোর নিউজ - Jessore News

Breaking

Post Top Ad


Post Top Ad

Responsive Ads Here

Thursday, November 21, 2019

যশোরে জেএমবি সদস্যের ২২ বছরের কারাদণ্ড


যশোরের বহুল আলোচিত অস্ত্র ও বিস্ফোরক মামলায় জেএমবির শিশু (ঘটনার সময় বয়স ছিল ১৬ বছর) সদস্য শহিদুল্লাহকে ২২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দুটি মামলার চারটি ধারায় তাকে যথাক্রমে ১০, ৭, ৩ ও ২ বছর করে মোট ২২ বছরের কারাদণ্ড দেন বিচারক।

বৃহস্পতিবার যশোরের শিশু আদালত এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মাহমুদা খাতুন আলাদা রায়ে এ সাজা ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত শহিদুল্লাহ বাগেরহাট জেরার মোল্লারহাট উপজেলার গড়কা গ্রামের মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, ২০০৩ সালে ৯ মার্চ ঝিকরগাছার বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের কনস্টেবল আব্দুল কুদ্দুস ও মোক্তার হোসেন সমন ডিউটিতে মাটিকুমড়া গ্রামের দিকে যান। এ সময় তারা মোটরসাইকেলসহ জাহিদুল ইসলাম সুমন ও শহিদুল্লাহকে ধরে ক্যাম্পে নিয়ে আসেন। তাদের ব্যাগ তল্লাশি করে দুই দেশী পিস্তল, ৭ রাউন্ড পিস্তলের গুলি, ৬৫টি গুলির খোসা, ১৭টি পিস্তলের গুলির সীসা, ৭টি সুইচ লাগানো তাজা বোমাসহ বিপুল পরিমাণে বোমা তৈরির সরঞ্জাম, বোমায় ব্যবহৃত ইলেক্ট্রনিক্স যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে কনস্টেবল আব্দুল কুদ্দুস বাদী হয়ে অস্ত্র ও বিস্ফোরক আইনে আলাদা মামলা করেন। মামলার তদন্ত শেষে ওই দুইজনকে অভিযুক্ত করে আদালতে অস্ত্র ও বিস্ফোরক আইনে আলাদা চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা।

Post Top Ad

Responsive Ads Here