যশোরের শার্শা থেকে পেট্রোল বোমা ও ধারালো অস্ত্রসহ যুবক আটক - যশোর নিউজ - Jessore News

Breaking

Post Top Ad


Post Top Ad

Responsive Ads Here

Saturday, November 9, 2019

যশোরের শার্শা থেকে পেট্রোল বোমা ও ধারালো অস্ত্রসহ যুবক আটক

ছয়টি পেট্রোল বোমা ও ধারালো অস্ত্রসহ যশোরের শার্শা উপজেলায় আশিক হোসেন নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটককৃত আশিক হোসেন উপজেলার উলাশী পূর্বপাড়া এলাকার শরিফুল ইসলাম পিপলুর ছেলে।

শনিবার (৯ নভেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) তৌহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার (৮ নভেম্বর) সকালে গোপন সংবাদে অভিযান চালিয়ে শার্শা উপজেলার উলাশী গ্রাম থেকে তাকে আটক করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, ডিবি পুলিশের ওসি মারুফ আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি দল শুক্রবার সকালে যশোর কোতোয়ালি মডেল থানার প্রতারণা মামলার আসামি ধরতে উপজেলার উলাশী গ্রামের তরিকুল ইসলাম মিলন মেম্বারের বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তার ভাইপো আশিক পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশ সদস্যরা তাকে আটক করে। পরে তার ঘরে তল্লাশি চালিয়ে ছয়টি পেট্রোল বোমা, পাঁচটি ককটেল, চারটি রাম দা, চারটি হকিস্টিক উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আশিক জানায়, উদ্ধারকৃত বোমা ও অস্ত্র তার চাচা তরিকুল ইসলামের। পরবর্তীকালে বোমা ও ধারালো অস্ত্র উদ্ধারের ঘটনায় শার্শা থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলেও জানিয়েছে যশোর ডিবি পুলিশের ওসি মারুফ আহম্মেদ।

Post Top Ad

Responsive Ads Here