যশোরের বাঘারপাড়ায় স্বামীর চড়-থাপ্পড়ে স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বাঘারপাড়া উপজেলার ভিটাবল্যা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জামিলা খাতুন (৪৫) ওই গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর স্বামীকে আটক করেছে পুলিশ।
বাঘারপাড়া থানার ওসি জসীম উদ্দীন জানিয়েছেন, স্বামী আব্দুস সাত্তারের চড়-থাপ্পড়ে স্ত্রী জামিলা খাতুন মারা গেছেন বলে প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আব্দুস সাত্তারকে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, আব্দুস সাত্তারের দু'জন স্ত্রী রয়েছে। ছোট স্ত্রী জামিলা খাতুন দীর্ঘদিন ধরে অসুস্থ। বৃহস্পতিবার সকালে পারিবারিক বিষয় নিয়ে আব্দুস সাত্তারের সঙ্গে জামিলা খাতুনের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে আব্দুস সাত্তার জামিলা খাতুনের গালে সজোরে চড়-থাপ্পড় মারেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে পুলিশ জামিলা খাতুনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় জামিলা খাতুনের ভাই শহিদুল ইসলাম বাদী হয়ে বাঘারপাড়া থানায় মামলা করেছেন।