১১ দফা বাস্তবায়নের দাবিতে যশোর-খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা অনশন কর্মসূচি পালন করেছেন। যশোরের অভয়নগরের যশোরে জুট ইন্ড্রাস্টিজের সামনে তারা বুধবার বিক্ষোভ সমাবেশ করেন।
রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের ডাকে বুধবার সকাল থেকে মিলের উৎপাদন বন্ধ করে অনশনে অংশ নেন। সমাবেশে বক্তারা অবিলম্বে শ্রমিকদের ১১ দফা বাস্তবায়নের জন্য বিজেএমসি কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।
পাটকল শ্রমিকদের মজুরি কমিশন বাস্তবায়ন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) বাতিল, অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের পিএফ গ্রাচ্যুইটির টাকা প্রদান, শ্রমিকদের সাপ্তাহিক মজুরি নিয়মিত পরিশোধ, পাট মৌসুমে পাট ক্রয়ের অর্থ বরাদ্দসহ শ্রমিক স্বার্থ সংশ্লিষ্ট ১১ দফা বাস্তবায়নের দাবি জানানো হয়।