যশোর সদর উপজেলা আওয়ামী লীগ ও শহর লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ভোট গ্রহণের মধ্য দিয়ে নতুন নির্বাচনের প্রক্রিয়া চলছে। শহরের পৌর কমিউনিটি সেন্টারে নির্ধারিত কাউন্সিলররা সভাপতি ও সাধারণ সম্পাদক পদের প্রার্থীদের ভোটের মাধ্যমে নির্বাচন করছেন।
এর আগে শহরের ঈদগাহ ময়দানে সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও সদস্য এসএম কামাল হোসেন।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদার। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন যশোর-৫ আসনের সংসদ সদস্য এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ও যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।
এর আগে সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন।
যশোর পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল হোসেনের সভাপতিত্বে ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিন্টুর পরিচালনায় এ সময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু প্রমূখ।