ঢাকার নটরডেম কলেজের পাঁচ শিক্ষার্থী যশোর থেকে অপহরণের শিকার হয়েছেন। শহরের মণিহার এলাকা থেকে অস্ত্রের মুখে তাদের তুলে নিয়ে যায় সন্ত্রাসীরা। তবে অপহরনের ঘন্টা দুয়েক পরে তাদের ছেড়ে দেয় অপহরণকারীরা। পরে ওই শিক্ষার্থীরা কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দেন।
মণিহার এলাকার এক শ্রমিক নেতার ক্যাডাররা এই অপহরণের সাথে জড়িত থাকতে পারে বলে স্থানীয় একটি সূত্র জানিয়েছে।
ভুক্তভোগীরা হলেন- নড়াইল জেলার লোহাগড়া উপজেলার পাংখারচর গ্রামের জাফর আলী মোল্যার ছেলে রায়হান হোসেন ও সদর উপজেলার রামেশ্বরপুর গ্রামের ইলিয়াছুর রহমানের ছেলে শফিকুল ইসলাম, মানিকগঞ্জ সদর উপজেলার কুমুল্লী গ্রামের রমেজ উদ্দিনের ছেলে রবিউল হাসান, ঢাকার আশুলিয়া থানার কাঠগড়া এলাকার শেখ তমিজ উদ্দিনের ছেলে শেখ রাসেল ও গাজীপুরের শ্রীপুর উপজেলার বারোতোপা গ্রামের ইউসুফ আলীর ছেলে ইরফান আলী।
অপহরণের শিকার রবিউল হাসান জানিয়েছেন, তারা পাঁচজন রবিবার গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শেষে সহপাঠী রায়হান হোসেনের গ্রামের বাড়িতে আসেন। সোমবার সকালে ঢাকায় ফিরে যাওয়ার উদ্দেশ্যে যশোরে আসেন। কিন্তু দুপুর দেড়টার দিকে মণিহার বাস স্ট্যান্ডে নামলে ৮/৯ জন যুবক অস্ত্রের মুখে জিম্মি করে তাদের একটি ইজিবাইকে তুলে নিয়ে যায়। অজ্ঞাত স্থানে নিয়ে মারপিটের পর তাদের মধ্যে রায়হান নামে একজনের কাছে থাকা ৯০০ টাকা ছিনিয়ে নেয়। এরপর অন্য একটি ইজিবাইতে তুলে তাদেরকে মণিহার বাস স্ট্যান্ডে পৌছে দেয়।
যশোর কোতোয়ালি মডেল থানার এসআই এইচএম মাহমুদ বলেন, অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি সম্পর্কে খোঁজ নেয়া হচ্ছে।