যশোরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্কুলছাত্রের! - যশোর নিউজ - Jessore News

Breaking

Post Top Ad


Post Top Ad

Responsive Ads Here

Tuesday, November 26, 2019

যশোরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্কুলছাত্রের!


যশোরে বিদ্যুস্পৃৃৃৃষ্টে শাওন (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে বাড়ির ছাদে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়। শাওন সদর উপজেলার পুলেরহাট গ্রামের মাসুদের ছেলে এবং যশোর সদর উপজেলার পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিলো। নিহত নানা আবু বক্কর সিদ্দিক জানান,স্কুল থেকে বাড়ি ফিরে দুপুর ১২টায় ছাদের উপরে ওঠে।

ছাদের পাশ দিয়ে একই এলাকার জামাল উদ্দিনের রাইসমিলের ৪৪ হাজার ভোল্টেস লাইন আছে। ওই তারে অসাবধানবসত স্পর্শ হয়। এসময় শাওন বিদ্যাুয়িত হয়ে মাটিতে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ডাক্তার আহম্মেদ তারেক শামস দুপুর পৌনে ২ টায় মৃত ঘোষণা করে জানান, হাসপাতালে আনার আগেই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন শুনেছি হাসপাতালে বিদ্যুৎস্পষ্টে হাসপাতালে একটি ছেলে মারা গেছে, আমাদের কাছে হাসপাতাল থেকে কাগজ পত্র আসলে আমরা আইন গত ব্যাবস্থা নেবো।

Post Top Ad

Responsive Ads Here