যশোরের বাঘারপাড়া উপজেলার সীমান্তবর্তী এলাকা ভাংগুড়া এলাকার একটি ঘের থেকে ভাসমান অবস্থায় এক নারীর (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা শরিফুল ইসলাম সোহেল জানান,গতকাল সোমবার বিকেল ৫টার দিকে স্থানীয় একজন বাসিন্দা ভাংগুড়া রউফ ফকিরের ঘেরে একজন নারীর লাশ ভাসতে দেখে জামদিয়া ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম টুটুলকে সেল ফোনে খবর দেয়।
চেয়ারম্যান ঘটনাটি স্থানীয় ভিটাবল্যা ফাঁড়ি ও থানা পুলিশকে জানালে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওই নারীর আনুমানিক বয়স ২২ বছর বলে ধারণা করা হচ্ছে।
এদিকে উদ্ধার হওয়া ওই নারী সেলোয়ার কামিজ পরিহিত ছিল। স্থানীয়দের ধারণা গত রাতে কোনো এক সময়ে লাশটি দুষ্কৃতকারীরা ফেলে যায়। লাশের গায়ে তেমন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ঠোঁটে ও কানে সামান্য আঘাতের চিহ্ন দেখা গেছে। যা ঘেরের মাছ খাদ্য হিসেবে আক্রমণ করেছে বলে ধারণা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল জামাল আল নাসের।
বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন জানান,খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যেয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ‘রাত হওয়ায় মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হবে’।