যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৮৯৬ বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি)। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকালে ধান্যখোলা মাঠের মধ্যে অভিযান চালিয়ে পরিত্যক্ত এই ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।
ধান্যখোলা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার গোলাম সরোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন জানান, উদ্ধারকৃত ফেনসিডিল বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।