যশোরে বিজয় ফুল তৈরি প্রতিযোগিতা ও বিজয় ফুল উৎসব সম্পন্ন হয়েছে। যশোর জেলা প্রশাসনের আয়োজনে গতকাল জিলা স্কুল অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় ক, খ এবং গ বিভাগ থেকে ২৭টি প্রতিযোগিতায় ২৮১ জন শিক্ষার্থী অংশ নেয়। বিজয়ীরা খুলনা বিভাগীয় প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ পেয়েছে। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কর্মজীবনে একদিনও ছুটি পালন না করা অভয়নগরের ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সত্যজিৎ বিশ্বাস। জেলা প্রশাসক আব্দুল আওয়ালের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রণালয় যশোরের উপ-সচিব নূরে আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হুসাইন শওকত, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেব প্রসাদ পাল, জেলা শিক্ষা অফিসার আব্দুল খালেক, জিলা স্কুলের প্রধান শিক্ষক গোলাম আযম প্রমুখ।
Post Top Ad
Responsive Ads Here
Wednesday, November 6, 2019
যশোরে বিজয় ফুল তৈরি প্রতিযোগিতা ও বিজয় ফুল উৎসব সম্পন্ন
Post Top Ad
Responsive Ads Here
যশোর নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে যশোরের সংবাদ এই স্লোগান নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০১০ সালে। বাংলাদেশের প্রথম জেলা ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। যশোর নিউজ থানা ভিত্তিক সংবাদ প্রকাশের পাশাপাশি জাতীয়, আন্তর্জাতিক, যশোর, প্রতিবেদন, শিক্ষা, বিনোদন, প্রযুক্তি, চাকরি, ভ্রমন ইত্যাদি বিষয় নিয়ে সংবাদ প্রকাশ করে থাকে।
