জবির ক্যান্টনমেন্ট কলেজ য‌শোর স্টুডেন্টদের নতুন কমিটি - যশোর নিউজ - Jessore News

Breaking

Post Top Ad


Post Top Ad

Responsive Ads Here

Sunday, November 3, 2019

জবির ক্যান্টনমেন্ট কলেজ য‌শোর স্টুডেন্টদের নতুন কমিটি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়ণরত যশোর ক্যান্টনমেন্ট কলেজের প্রাক্তণ শিক্ষার্থীদের সংগঠন ‘ক্যান্টনমেন্ট কলেজ য‌শোর স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ’ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। জানা যায় এটি জগন্নাথ বিশ্ব‌বিদ্যাল‌য়ের ক‌লেজ ভি‌ত্তিক প্রথম সংগঠন।

সংগঠ‌নের সভাপতি পদে গণ‌যোগা‌যোগ ও সাংবা‌দিকতা বিভা‌গের ১০ম ব্যাচের রাজু আহ‌মেদ রাজ এবং সাধারণ সম্পাদক পদে হিসাব‌বিজ্ঞান বিভাগের ১১তম ব্যাচের রা‌শেদুর রহমান নির্বাচিত হয়েছেন। 

র‌বিবার দুপুরে সংগঠনটির প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচক ক্যন্টনমেন্ট কলেজের প্রাক্তণ শিক্ষার্থী জবির সা‌বেক প্রক্টর ও বর্তমান শিক্ষক সমি‌তির সাধারন সম্পাদক নূর মোহাম্মাদ এ কমিটি ঘোষণা দেন। এ সময় সংগঠন‌টির সা‌বেক সভাপতি আশরাফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক কে এম আব্দুল্লাহ আল আমিন সহ অন্যান্যরা উপ‌স্থিত ছি‌লেন।

১৮ সদস্য বিশিষ্ট এ কমিটির অন্যান্যরা হলেন,
সহ-সভাপতি: মো: কামরুজ্জামান রাজা, মো: মাসুদ রানা, শেখ মোস্তাফিজুর রহমান (কৌশিক), যুগ্ম সাধারণ সম্পাদক: সাজিদুল নাঈম, সাংগঠনিক, সম্পাদক: রানা হামিদ, মোহাম্মদ নাসিম, প্রচার সম্পাদক : শারফুল আলম তানিন, দপ্তর সম্পাদক : নিয়াজ মাহমুদ সজীব,অর্থ সম্পাদক : তামিম হাসান,আপ্যায়ন সম্পাদক: মো: শাহরিয়ার তাসনুব ফাহিম, ছাত্রী বিষয়ক সম্পাদক: মোছা: বিথী খাতুন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: অন্তরা সেন, সহ-সম্পাদক : সৈয়দ আবদুল্লাহ , ফাহিম ফয়সাল, কার্যকরী সদস্য: মো: আশিকুজ্জামান, মো: হাসিবুল নির্বাচিত হয়েছেন। 

এ কমিটি গঠনের মাধ্যমে সংগঠনটির দায়িত্ব প্রাপ্তরা আনুষ্ঠানিকভা‌বে তা‌দের কাজ শুরু কর‌বে। আগামী এক বছর এ কমিটি দায়িত্ব পালন করবেন।

Post Top Ad

Responsive Ads Here