যশোরে অস্ত্র মামলায় এক ব্যক্তির দশ বছরের সশ্রম কারাদÐের আদেশ দিয়েছেন আদালত। সোমবার জেলা ও দায়রা জজ ইখতিয়ারুল ইসলাম মল্লিক এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত পলাতক ইসরাফিল বেনাপোল পোর্ট থানার পোড়াবাড়ি নারায়নপুর গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণে জানা গেছে, ২০০৮ সালের ১৭ ফেব্রæয়ারি বেনাপোল পোর্ট থানা পুলিশ হত্যা মামলার আসামি ইসরাফিলকে আটকের জন্য অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইসরাফিল পালিয়ে যাওয়ার সময় আটক হয়। এসময় তার ঘর থেকে পুলিশ একটি ওয়ান স্যুটার গান উদ্ধার করে। এঘটনায় এস আই ওমর শরীফ বেনাপোল পোর্ট থানায় অস্ত্র আইনে মামলা করেন। দন্ডিত ইসরাফিল পোর্ট থানার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।