‘ট্রাফিক আইন মেনে চলুন- দুর্ঘটনা এড়িয়ে চলুন’ এ শ্লোগানে যশোরে শুরু হয়েছে জনসচেতনতা মুলক ৭ দিনবাপী ট্রাফিক সপ্তাহ-২০১৯।
সোমবার (২৫ নভেম্বর) সকালে শহরের দড়াটানা মোড়ে এ সপ্তাহর উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন শিকদার। এরপর শহরের মণিহার, আরবপুর মোড়, চাঁচড়া মোড়, পালবাড়ি মোড় ও সিভিল কোর্ট মোড়সহ গুরুত্বপুর্ণ স্থানে সচেতনতামুলক লিফলেট বিতরণ ও ব্যানার ফেসটুন প্রদর্শন করা হয়।
সোমবার (২৫ নভেম্বর) সকালে শহরের দড়াটানা মোড়ে এ সপ্তাহর উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন শিকদার। এরপর শহরের মণিহার, আরবপুর মোড়, চাঁচড়া মোড়, পালবাড়ি মোড় ও সিভিল কোর্ট মোড়সহ গুরুত্বপুর্ণ স্থানে সচেতনতামুলক লিফলেট বিতরণ ও ব্যানার ফেসটুন প্রদর্শন করা হয়।
এছাড়া ট্রাফিক আইন মেনে চললে সুবিধা সম্পর্কে জনগণকে সচেতন ধারণা দেয়া হয়। এ সময় ১ ডিসেম্বর থেকে ডিজিটাল ম্যাশিনের মাধ্যমে মামলার প্রক্রিয়া চালানো হবেও বলেও জনগণকে অবহিত করা হয়।
এক সপ্তাহ ধরে যশোরের ৯ থানা এলাকায় এ কর্মসুচী পালন করা হবে জানা যায়।