যশোর জেলা ক্রীড়া সংস্থার অধিভুক্ত ৩৭ টি ক্লাবের প্রতিনিধিত্ব বাতিল করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এ সংক্রান্ত চিঠি গত সোমবার ক্রীড়া সংস্থার এডহক কমিটির আহবায়ক ও যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ হাতে পেয়েছেন। তিনি বলেন, ঢাকা থেকে এ বিষয়ে মুঠোফোনে জেনেছি। আর চিঠি পেয়েছি। তবে ব্যস্ততার কারনে খুলে দেখা সম্ভব হয়নি। দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।
ক্রীড়া সংগঠক আসাদুজামান মিঠু ও আব্দুল মান্নান জাতীয় ক্রীড়া পরিষদে বেশ কয়েকটি ক্লাবের নামে লিখিত অভিযোগ করেন। তাদের অভিযোগ ছিলো আগের কমিটি নিজেদের ইচ্ছা মতো ক্লাব করে প্রতিনিধিত্ব ( ভোটার) করে ওইসব ক্লাবের। একই ক্লাবের নামে( লাল, নীল, ব্লু ) ব্যবহার করে প্রতিনিধিত্ব পায়। যা ক্রীড়া পরিষদের নিয়ম বহিভুত। সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধি যশোরে এসে সরেজমিনে তদন্ত করে। তদন্ত রিপোর্টের ভিত্তিতে এ ৪৫ টি ক্লাব ভোটার তালিকা থেকে বাদ দেয়া হলো।
এর আগে প্রথম দফায় ওই দু’জনের আবেদনের প্রেক্ষিতে ৮ টি ক্লাব বাতিল করেছিলো জাতীয় ক্রীড়া পরিষদ। দু’দফা বাতিলের পর এ সংখ্য দাড়ালো ৪৫ টি তে। নতুন করে বাদ পড়া ৩৭ টি ক্লাব - রেইনবো ক্রীড়া সংস্থা (লাল), রেইনবো ক্রীড়া সংস্থা (সবুজ) সৌখিন ক্রীড়া চক্র (লাল), সৌখিন ক্রীড়া চক্র (সবুজ), আসাদ স্মৃতি সংঘ (হলুদ), আরএন রোড ক্রীড়া চক্র (সবুজ), থ্রী ব্রাদার্স ক্লাব (লাল), থ্রী ব্রাদার্স ক্লাব (সবুজ), ইয়াকুব আলী স্মৃতি সংসদ (লাল), ইয়াকুব আলী স্মৃতি সংসদ (সবুজ), ম্যাগপাই ক্লাব (লাল), ম্যাগপাই ক্লাব (সবুজ), নব দিশারী ক্রীড়া চক্র (লাল), নব দিশারী ক্রীড়া চক্র (সবুজ), মিতালী সংঘ (হলুদ), আসাদ স্মৃতি সংঘ (সবুজ), আসাদ স্মৃতি সংঘ (নীল), সৌখিন ক্রীড়া চক্র (ব্লু), চৌগাছা ক্রিকেট ক্লাব, আছিয়া ক্রিকেট ইন্সটিটিউট, দেশ ক্রিকেট একাডেমী, উষা স্পোর্টিং ক্লাব মণিরামপুর, কেশবপুর ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র, এসএস ক্রিকেট একাডেমী, রুদ্র ঝটিকা ক্রিকেট একাডেমী, মণিরামপুর ক্রিকেট একাডেমী, বেনাপোল ক্রিকেট একাডেমী, স্বর্ণলতা ক্লাব, বদরুল আলা স্মৃতি সংঘ, সিরাজুল ইসলাম স্মৃতি সংসদ, বজলুল করিম স্মৃতি সংসদ, অগ্রণী সংসদ, সিটি ক্রীড়া চক্র, এপিক বাস্কেটবল কোচিং সেন্টার, গোলাম মোস্তফা সিদ্দিকী স্মৃতি সংঘ, কাজল স্মৃতি সংঘ ও ঝিকরগাছা ক্রিকেট একাডেমী।
আগে বাদকৃত আটটি ক্লাব হলো- লালদীঘি স্পোর্টিং ক্লাব (সবুজ), আসাদ স্মৃতি সংঘ (সাদা), বিপনন ক্লাব (সবুজ), মুন্সী এরশাদ আলী স্মৃতি সংঘ (হলুদ), বিপ্লব শহীদ স্মৃতি সংসদ (লাল), আজাদ স্পোর্টিং ক্লাব (লাল), প্রান্তিক ক্রীড়া চক্র (লাল), প্রান্তিক ক্রীড়া চক্র (ব্লু)।
উল্লেখ্য , জীবন সদস্য, কোটা ও ক্লাব প্রতিনিধি মিলে যশোর জেলা ক্রীড়া সংস্থার মোট ভোটার ২৫৫ টি। এর মধ্যে জীবন সদস্য শরিফুল ইসলাম চেীধুরী সরু চেীধুরীর নাম ভোটার তালিকায় না থাকায় তিনি আদালতে মামলা করেন। পরে আদালত নির্দেশ দেন তার নাম অর্ন্তভূক্তি করতে। যে বিষয়ে ব্যবস্থা নেন জেলা প্রশাসক। তাতে ভোটার সংখ্য দাড়ায় ২৫৬ টি। এর মধ্যে প্রথম দফায় জাতীয় ক্রীড়া পরিষদের বাদ দেয়া ৮ টি ক্লাব অন্তভূক্ত হয়নি ভোটার তালিকায়। নতুন করে ৩৭ টি ক্লাব বাদ পড়ায় জেলা ক্রীড়া সংস্থার নতুন ভোটার দাড়াবে ২১৯ টিতে।