যশোরের ঝিকরগাছা উপজেলায় ট্রেনে কাটা পড়ে ইব্রাহিম হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২ নভেম্বর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
যশোর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ তরিকুল ইসলাম জানান, শনিবার সকালে যশোর-বেনাপোল রেললাইনের ঝিকরগাছা স্টেশনের অদূরে বসেছিল ইব্রাহিম। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে সে। রেলওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিয়েছে।
নিহতের স্বজনদের উদ্ধৃতি দিয়ে এসআই তরিকুল ইসলাম জানান, ইব্রাহিম হোসেন মানসিক সমস্যায় ভুগছিলেন।