গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে যশোরের বেনাপোলে উজ্জ্বল মোল্যা (৪০) নামে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত উজ্জ্বল মোল্যা বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় গ্রামের আবুল কালামের ছেলে।
শনিবার (২ নভেম্বর) বিকালে বেনাপোল পৌর এলাকার ভবেরবেড় গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সাজাপ্রাপ্ত পলাতক আসামি উজ্জ্বল গোপনে এলাকায় ফিরে অবস্থান করছে। এমন খবরে বেনাপোল পোর্ট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ভবেরবেড় গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের সত্যতা স্বীকার করে বেনাপোল পোর্ট থানার এসআই এইচ এম এ লতিফ দৈনিক অধিকারকে জানান, গ্রেফতারকৃত আসামি উজ্জ্বল মোল্যাকে রবিবার (৩ নভেম্বর) দুপুরে যশোর আদালতে প্রেরণ করা হবে।