যশোর কোতোয়ালি থানার পাশে প্রিয়াঙ্গন জুয়েলার্সে চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে রুবেল মিয়া (২২) ও নেপাল বিশ্বাস (২৮) নামের দুজনকে আটক করেছে ডিবি পুলিশ। তাঁদের কাছ থেকে চুরি হওয়া প্রায় ১০ ভরি সোনার গহনা উদ্ধার করেছে। গত ২৭ জুন এ চুরির ঘটনা ঘটে। রুবেল মিয়া কুমিল্লা জেলার বুইগর বাঙ্গরার মিজানুর রহমানের ছেলে এবং নেপাল বিশ্বাস নরসিংদী জেলার মজুবন দৌলতকান্দী রেলস্টেশন এলাকার মৃত নবদ্বীপ বিশ্বাসের ছেলে। গত সোমবার দুপুরে যশোর পুলিশ সুপারের সভাকক্ষে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানানো হয়।
ডিবির ওসি মারুফ আহম্মেদ জানান, প্রিয়াঙ্গন জুয়েলার্সে চাঞ্চল্যকর চুরির পর কোতোয়ালি থানায় মামলা হয়। মামলা তদন্তের দায়িত্ব পান গোয়েন্দা শাখার এসআই মো. শামীম হোসেন।