ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান কিস-এর শাখা ও ক্যাম্পাস খোলা চূড়ান্ত করতে যশোর আসছেন কিট-কর্তা - যশোর নিউজ - Jessore News

Breaking

Post Top Ad


Post Top Ad

Responsive Ads Here

Monday, November 18, 2019

ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান কিস-এর শাখা ও ক্যাম্পাস খোলা চূড়ান্ত করতে যশোর আসছেন কিট-কর্তা

বাংলাদেশের যশোরে শাখা খোলার কাজ চূড়ান্ত করতে আগামী ডিসেম্বরে বাংলাদেশ সফর করবেন ভারতের বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান ওড়িশার কলিঙ্গ ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি (কিট) ও সহযোগী প্রতিষ্ঠান কলিঙ্গ ইনস্টিটিউট অব সোস্যাল সায়েন্স (কিস)-র প্রতিষ্ঠাতা সাংসদ অধ্যাপক অচ্যুত সামন্ত। সম্প্রতি কলকাতায় এক আলোচনার ফাঁকে বর্তমান প্রতিবেদককে তিনি এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, যশোরে ৫ একর জমির উপরে কিস-এর শাখা শিক্ষা প্রতিষ্ঠানটি তৈরি হবে। প্রতিষ্ঠানটি তৈরি হচ্ছে বাংলাদেশের বহু পুরনো স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাঁচতে শেখো’র সঙ্গে মিলিতভাবে। তবে কিস এই শিক্ষা প্রতিষ্ঠানটির আর্থিক দায়ভার বহন করবে। এটির নাম হবে অ্যাঞ্জেলা গোমস-কিস আবাসিক বিদ্যালয়। দরিদ্র পরিবারের মেয়েরা এই বিদ্যালয়ে বিনামূল্যে পড়াশোনার সুযোগ পাবে। ইতিমধ্যে ঢাকায় কিট-র সঙ্গে যৌথ উদ্যোগে ড্যাফোডিল ইন্টারন্যাশানাল বিশ্ববিদ্যালয় একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে।

Post Top Ad

Responsive Ads Here