যশোরের সদর উপজেলায় গৃহবধূ সোনিয়া হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এলাকাবাসী ও যশোরের ‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট ও বাঁচতে শেখা’ সংগঠনের উদ্যোগে সোমবার (১১ নভেম্বর) দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
প্রায় ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে নিহত সোনিয়ার মা নুরজাহান বেগমসহ স্থানীয় এলাকাবাসীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, বিয়ের ছয় মাসের মাথায় গত ২ নভেম্বর রাতে সদর উপজেলার লেবতলা পূর্বপাড়া এলাকার সিরাজ উদ্দিনের মেয়ে ও একই উপজেলার ডহেরপাড়া গ্রামের অ্যাডভোকেট আমির হোসেনের স্ত্রী সোনিয়া বেগমের লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় নিহত সোনিয়ার পরিবার দাবি করেন, স্বামী আমির হোসেনের নির্যাতনেই ওই গৃহবধূর মৃত্যু হয়েছে। পরে নিহতের লাশ ঝুলিয়ে রেখে সোনিয়া আত্মহত্যা করেছে বলে প্রচার করে তার স্বামী অ্যাডভোকেট আমির হোসেন।