স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন যশোরের আদালত। গত মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক টি এম মুসা এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামি শফিকুল ইসলাম কেশবপুর উপজেলার লক্ষ্মীনাথকাটি গ্রামের বাসিন্দা। তিনি পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ৫ মার্চ মণিরামপুর উপজেলার নিহত নাজমা আক্তারের বাবা নুর মোহাম্মদ থানায় তার মেয়েকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন। অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড না করায় তিনি আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে থানা পুলিশ মামলাটি রেকর্ড করেন। মামলায় স্বামী শফিকুল ইসলাম ছাড়াও অন্য আসামিরা হলেন, ভাই রবিউল ইসলাম, বাবা নিছার আলী, চাচা নুরো দফাদার, তরফ দফাদার, চাচাতো ভাই লিয়াকত, নজরুল ও মা ফুলমতি। মামলাটি তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এসআই শ্রীকান্ত আদালতে চার্জশীট দাখিল করেন। এরপর সাক্ষ্য প্রমাণ শেষে আদালত নিহত নাজমার স্বামী শফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদন্ড দেন। মামলার অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পিপি এড. এম ইদ্রিস আলী। তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।