এইচএসসিতে গত দু’বছর নিম্নমুখী ফলের পর এবার ঘুরে দাঁড়িয়েছে যশোর শিক্ষাবোর্ড। গত বছরের তুলনায় এবার পাসের হার বেড়েছে ১৫ দশমিক ২৫ শতাংশ। এবার যশোর বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৬৫ শতাংশ। গত বছর এই হার ছিল ৬০ দশমিক ৪০। জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৩১২ জন। গত বছর এই সংখ্যা ছিল ২ হাজার ৮৯ জন। তবে বরাবরের মতো এবারও এইচএসসি পরীক্ষায় চমক দেখিয়েছে যশোর ক্যান্টনমেন্ট কলেজ।
যশোরে বোর্ডের মধ্যে যশোর জেলায় ভাল ফলাফল করেছে ক্যান্টনমেন্ট কলেজ। কলেজটি থেকে এবার শতভাগ পাস না করলেও এবার এইচ এস সি ২০১৯ ফলাফলে পাশের হার ৯৮ দশমিক ৭০ শতাংশ আর জিপিএ-৫ পেয়েছে ১৯৩ জন শিক্ষার্থী। কলেজ প্রশাসন বলছে, সৃজনশীল প্রশ্নপত্রের বিষয়টি মাথায় নিয়ে শিক্ষার্থীদের পাঠদান করানো হয়। যার কারণে এই ভাল ফলাফল। কলেজটির অধ্যক্ষ জানান, এই বছর ক্যান্টনমেন্ট কলেজের ৮৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৩৭ জন পাস করেছে এবং জিপিএ ৫ পেয়েছে ১৯৩ জন। গত তিন বছরের তুলনায় এবারের রেজাল্ট সবচেয়ে ভাল। বেড়েছে জিপিএ ও পাসের হার।