যশোরে সরদার শহিদ নামে এক জুট মিল শ্রমিককে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ মে) দুপুরে শহরের আফনান জুট মিলে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার এসআই হায়াত মাহমুদ জানান, দুপুরে মিলের শ্রমিক শহিদ ও শাহীন টিটু টি স্টলে চা খেয়ে মিলে ফিরছিলেন। এ সময় তিনজন অজ্ঞাত যুবক এসে শহিদের পিঠে ও দুই হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শহিদকে মৃত ঘোষণা করে।
যশোর কোতোয়ালি থানার এসআই হায়াত মাহমুদ জানান, দুপুরে মিলের শ্রমিক শহিদ ও শাহীন টিটু টি স্টলে চা খেয়ে মিলে ফিরছিলেন। এ সময় তিনজন অজ্ঞাত যুবক এসে শহিদের পিঠে ও দুই হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শহিদকে মৃত ঘোষণা করে।