যশোর বোর্ডে মাধ্যমিকে পাসের হার ৯০.৮৮ শতাংশ - যশোর নিউজ - Jessore News

Breaking

Post Top Ad


Post Top Ad

Responsive Ads Here

Monday, May 6, 2019

যশোর বোর্ডে মাধ্যমিকে পাসের হার ৯০.৮৮ শতাংশ


এসএসসি ও সমমানের পরীক্ষায় যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পাসের হার  ৮০ দশমিক ০৪ শতাংশ। যা গতবার ছিল ৭৬ দশমিক ৬৪ শতাংশ।

গত বছরের তুলনায় এবার এ শিক্ষা বোর্ডে পাসের হার বেড়েছে। ২০১৭ সালে পাসের হার ছিল ৮০ দশমিক ০৪ শতাংশ। এবার এ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী। 

শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, খুলনা বিভাগের ১০ জেলার ২ হাজার ৫০৩টি বিদ্যালয়ের ১ লাখ ৮২ হাজার ৩১০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৮৮ জন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৯৪৮ জন। 

যশোর বোর্ডে পাসের হারে ও জিপিএ-৫ পেয়ে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। পরীক্ষায় অংশ নেওয়া ছাত্রীদের মধ্যে ৯২ দশমিক ২৪ শতাংশ উত্তীর্ণ হয়েছে। আর ছাত্রদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮৯ দশমিক ৫৩ শতাংশ। এছাড়া ৪ হাজার ৯৮৫ জন  ছাত্রী এবং ৪ হাজার ৯৬৬ জন ছাত্র জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

Post Top Ad

Responsive Ads Here