যশোরে বাইসাইকেল পেল ৫০ গরীব ও মেধাবী ছাত্রী - যশোর নিউজ - Jessore News

Breaking

Post Top Ad


Post Top Ad

Responsive Ads Here

Thursday, May 16, 2019

যশোরে বাইসাইকেল পেল ৫০ গরীব ও মেধাবী ছাত্রী

অভয়নগর উপজেলায় লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩)-এর আওতায় ৫০ জন মেধাবী ও দরিদ্র ছাত্রীর মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শাহ ফরিদ জাহাঙ্গীর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, প্রকৌশলী কামরুল ইসলাম সরদার, ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিন প্রমুখ।

মো. শাহীনুজ্জামান জানান, এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় সিদ্ধিপাশা ইউনিয়নের পাঁচটি, শুভরাড়া ইউনিয়নের তিনটি ও প্রেমবাগ ইউনিয়নের একটি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ৫০ জন মেধাবী ও দরিদ্র ছাত্রীকে একটি করে সাইকেল দেয়া হয়েছে। যে সাইকেল তার লেখাপড়ার কাজে সহযোগিতা করবে। এছাড়া, এ সাইকেলগুলো হস্তান্তরযোগ্য নয় বলে তিনি জানান।

Post Top Ad

Responsive Ads Here