সদর উপজেলার ঝাউদিয়া গ্রামে একটি সংখ্যালঘু পরিবারের জমি দখল করে উচ্ছেদ চক্রান্তের অভিযোগ উঠেছে। এলাকার একটি প্রভাবশালী পরিবার তাদের জমি দখলে নিতে নানা তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করে ভুক্তভোগী পরিবারটি। লিখিত বক্তব্যে ওই গ্রামের প্রদীপ কুমার রায় জানান, পৈতৃক সূত্রে ৬৫৭৭ দাগের জমি তারা দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। কিন্তু এস এ রেকর্ড আমলে ভুলবশত বশির আহমেদ বিশ্বাস এর নামে জমিটি ৮৫৯ খতিয়ানে রেকর্ড হয়। পরে এ বিষয়ে দেওয়ানী মামলা করলে প্রদীপ কুমার দের পক্ষে আদালত রায় দেন। এরপর বশির আহমেদ বিশ্বাসের ছেলে আবু সালেক পরপর দুটি মামলা করে হেরে যান। আদালত তাদের বিপক্ষে রায় দিলেও জমি দখলে তারা তৎপরতা চালাচ্ছে। পরিবারের একাধিক সদস্য পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীতে থাকায় এবং একজন স্থানীয় জনপ্রতিনিধি হওয়ায় নানাভাবে প্রভাব খাটিয়ে তারা প্রদীপ কুমারদের বাড়ি থেকে উচ্ছেদের চক্রান্ত করছে। বিভিন্নভাবে তাদের ভয়-ভীতি দেখানো হচ্ছে। এজন্য তারা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
Post Top Ad
Responsive Ads Here
Wednesday, May 15, 2019
যশোরে সংখ্যালঘু পরিবারকে উচ্ছেদ চক্রান্ত
Post Top Ad
Responsive Ads Here
যশোর নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে যশোরের সংবাদ এই স্লোগান নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০১০ সালে। বাংলাদেশের প্রথম জেলা ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। যশোর নিউজ থানা ভিত্তিক সংবাদ প্রকাশের পাশাপাশি জাতীয়, আন্তর্জাতিক, যশোর, প্রতিবেদন, শিক্ষা, বিনোদন, প্রযুক্তি, চাকরি, ভ্রমন ইত্যাদি বিষয় নিয়ে সংবাদ প্রকাশ করে থাকে।