উন্নয়নের রোল মডেল হবে যশোর সদর: এম.পি কাজী নাবিল - যশোর নিউজ - Jessore News

Breaking

Post Top Ad


Post Top Ad

Responsive Ads Here

Friday, May 10, 2019

উন্নয়নের রোল মডেল হবে যশোর সদর: এম.পি কাজী নাবিল


যশোর–৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘যশোর সদর উপজেলা উন্নয়নের রোল মডেল হবে। সেই লক্ষ্যে মেগা প্রজেক্ট বাস্তবায়ন করা হচ্ছে। উন্নয়ন কর্মসূচি চলছে ও পর্যায়ক্রমে সব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন হবে।’

শুক্রবার (১০ মে) বিকালে যশোর জেলা পরিষদ (বিডি হল)  মিলনায়তনে সদর উপজেলা ও শহর আওয়ামী লীগ আয়োজিত ইফতার ও দোয়া-মাহফিলে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

কাজী নাবিল আহমেদ বলেন, ‘ইতোমধ্যে সদর উপজেলার ৯৮ ভাগ রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট নির্মাণসহ স্কুল-কলেজ, মাদ্রাসা-মসজিদ ও মন্দিরের বিল্ডিং করা হয়েছে। অনেক কাজ চলমান রয়েছে। যেসব এলাকায় এসব কাজ হয়নি, সেসব এলাকার কাজের তালিকা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে; দ্রুত কাজ শুরু হবে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার পরিকল্পনা অনুযায়ী কাজ করছে। গত দশম সংসদে সরকারের যেসব প্রকল্প ছিল তা আমরা সততার সঙ্গে বাস্তবায়ন করেছি। এ অঙ্গীকার নিয়ে এবারও আমি কাজ করে যাচ্ছি। সদর উপজেলায় উন্নয়ন সংশ্লিষ্ট কাজে কারও বিরুদ্ধে কোনও অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হবে।’

ইফতারপূর্ব আলোচনাসভায় শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ, দলের সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিন্টু, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সবুর হেলাল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফারুক আহমেদ কচি, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সুখেন মজুমদার প্রমুখ।

Post Top Ad

Responsive Ads Here