যশোরের বাগআঁচড়ায় মোটরসাইকেলের ধাক্কায় আলিয়া খাতুন (৫৭) নামে এক নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ মার্চ) বাগআঁচড়া সাতমাইল টিএনটি পাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলিয়া খাতুন দুই ছেলে ও এক মেয়ের জননী ছিলেন।
জানা গেছে, যশোর-সাতক্ষীরা মহাসড়কে বাগআঁচড়াগামী একটি মোটরসাইকেল ধাক্কা দিলে তিনি নিহত হন। তার স্বামী অনেক আগেই মারা গেছে। সে একজন কাপড় ব্যবসায়ী ছিলেন। কাপড়ের টাকা আদায়ের জন্য রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল সজোরে তাকে ধাক্কা দিলে সে রাস্তার ওপরে পড়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নিউজ সোর্স ঃ অধিকার নিউজ