যশোরে দেবরের বিরুদ্ধে ভাবিকে হত্যার অভিযোগ - যশোর নিউজ - Jessore News

Breaking

Post Top Ad


Post Top Ad

Responsive Ads Here

Monday, April 15, 2019

যশোরে দেবরের বিরুদ্ধে ভাবিকে হত্যার অভিযোগ

যশোরের বাঘারপাড়ায় জিনিয়া ইয়াসমিন তুলি (২৪) নামে এক গৃহবধু হত্যার অভিযোগ উঠেছে তার দেবরের বিরুদ্ধে। শনিবার (১৩ মার্চ) সন্ধ্যায় পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে।

আহত গৃহবধুকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে রবিবার (১৪ এপ্রিল) সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় বাঘারপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বাঘারপাড়া থানার ইন্সপেক্টর শেখ ওহিদুজ্জামান এসব তথ্য জানিয়েছেন।

জিনিয়া ইয়াসমিন তুলি পান্তাপাড়া গ্রামের জুলফিকার আলীর স্ত্রী। তাদের দুই সন্তান রয়েছে। অভিযুক্ত দেবরের নাম শাহাবুদ্দিন।

স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে গত বৃহস্পতিবার (১১ মার্চ) তুলিকে মারপিট করে তার দেবর। এ ঘটনা জানার পর তার বাবা এসে তাকে নিয়ে যান।
শনিবার (১৩ মার্চ) তুলির শ্বাশুড়ি ফোন করে জানান, তার বড় ছেলে (জিনিয়ার বড় ছেলে) অসুস্থ। ওইদিন সন্ধ্যায় তুলি তার বাবাকে নিয়ে শ্বশুর বাড়ি আসেন। আসার পর একটি ঘরে আটকে দেবর শাহাবুদ্দিন তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

বাঘারপাড়া থানার ইন্সপেক্টর শেখ ওহিদুজ্জামান জানান, শনিবার (১৩ মার্চ) সন্ধ্যায় পারিবারিক কলহের জের ধরে তুলিকে ছুরিকাঘাত করে দেবর শাহাবুদ্দিন। গৃহবধুর পিঠের আটটি স্থানসহ বাম হাতের দুই জায়গায়, পেটে ও বাম পায়ে মোট ১৩ স্থানে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আরিফুজ্জামান বলেন, ‘অতিরিক্ত রক্তক্ষরণে জিনিয়ার মৃত্যু হয়েছে।’

এ ঘটনায় বাঘারপাড়া থানায় একটি হত্যা মামলা করেছেন তুলির বাবা শহিদুল ইসলাম।

Post Top Ad

Responsive Ads Here