যশোরে আট বছরের শিশু তৃষাকে ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (৫ মার্চ) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত যশোর শহরতলির ধর্মতলায় যশোর-ঝিনাইদহ সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন নারী, পুরুষ ও শিক্ষার্থীরা। এ সময় তারা সন্দেহভাজন খুনি শামিমকে আটক ও বিচারের দাবিতে স্লোগান দেয়। এদিকে, এ ঘটনায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
যশোরে তিশা (৮) নামে এক নিখোঁজ স্কুলছাত্রীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় শিশুটির হাত-পা বাঁধা ও মুখে কাপড় গোঁজা ছিলো। নিহত তিশা শহরের খোলাডাঙ্গা এলাকার তরিকুল ইসলামের মেয়ে।সোমবার রাতে শহরতলীর ধর্মতলার খোলাডাঙ্গা-গাজীপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কারবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। ধারণা করা হচ্ছে, শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।যশোর কোতোয়ালি মডেল থানার (ওসি-তদন্ত) সমীর কুমার সরকার বলেন, শিশুটি নিখোঁজ ছিলো। তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে। তবে কে-বা কারা কিভাবে শিশুটিকে হত্যা করেছে তা পুলিশ খতিয়ে দেখছে।