তথ্যপ্রযুক্তি ডেস্কঃ আগামী ৯ আগস্ট ২০১৮ ইং তারিখ থেকে স্মার্ট কার্ড বিতরণ শুরু হচ্ছে। এর আগে ৮ আগস্ট সকালে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যশোরসহ সারাদেশের নতুন করে আরো ২৭টি জেলায় স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন হবে। প্রথমে যশোর সদর উপজেলায় জাতীয় পরিচয়পত্র সম্বলিত স্মার্ট কার্ড বিরতণ শুরু হবে। খুলনা বিভাগের ছয় জেলা ও সারাদেশে নতুন করে ২৭টি জেলা স্মার্ট কার্ড বিতরণ হবে। বিতরণের জন্য ৫ লাখ ১৩ হাজার জাতীয় পরিচয়পত্র সম্বলিত স্মার্টকার্ড ইতোমধ্যে প্রস্তুত রয়েছে। এই কার্ড প্রয়োজন হবে সরকারি সব ধরনের সেবা পেতে। ব্যক্তিগত ২৮টি তথ্য এই কার্ডে অন্তর্ভুক্ত থাকবে। এই কার্ড বিতরণের সময় প্রয়োজনীয় ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দিয়ে কার্ডধারীর দুই হাতের ১০ আঙ্গুলের ছাপ এবং ইমেজ রিকগনিশন ইন্টেলিজেন্ট সফটওয়্যার (আইরিস) স্ক্যানার দিয়ে চোখের ছাপ নেওয়া হবে।
জেলা নির্বাচন অফিস সূত্র জানিয়েছে, ২০১৫ সালের ৩ নভেম্বর সম্পন্ন হওয়া হালনাগাদ তালিকা অনুযায়ী যশোর জেলায় ভোটার সংখ্যা ১৯ লাখ ৫০ হাজার ৮৯৯ জন। তথ্যানুযায়ী, ৮ উপজেলায় নতুন ৯২ হাজার ৩২ জন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। আর মৃত্যুসহ নানা কারণে ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন ৯ হাজার ৫শ ৪৮ জন। নতুন নিবন্ধিত সব ভোটারকেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) প্রদান করা হবে।
যশোর সদর উপজেলার নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা আব্দুর রশীদ জানান, আগামী ৯ আগস্ট থেকে যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়ন, যশোর ক্যান্টনমেন্ট, যশোর পৌরসভার ৫লাখ ১৩ হাজার নারী-পুরুষের মধ্যে জাতীয় স্মার্ট কার্ড বিরতণ শুরু হবে। এর আগে