নিউজ ডেস্কঃ যশোরের মণিরামপুরে কথিত বন্দুক যুদ্ধে দুই জন নিহত হয়েছে এবং তাদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি নিহত ঐ দুইজন ব্যাক্তি ডাকাত দলের সদস্য এবং নিজেদের মধ্যে গোলাগুলি ও বন্ধুক যুদ্ধে তারা নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত (২৩ জুলাই) মঙ্গলবার ভোরে যশোর-রাজগঞ্জ সড়কের গাঙ্গুলিয়া জামতলায় এ ঘটনা ঘটে। তবে নিহত দুজনের নাম পরিচয় এখনও জানা যায়নি। ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাররম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি আরো জানান, রাত দুইটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি বাস পুলিশ পাহারায় পার করে দিয়ে আসার পর গাঙ্গুলিয়া আমতলা মোড়ে এলে গুলির শব্দ শুনতে পান খেদাপাড়া ক্যাম্পের ইনচার্জ এসআই আইনুদ্দিন। তখন তিনি রোহিতা বাজারের দিকে খানিকটা এগিয়ে দেখেন কিছু লোক পালিয়ে যাচ্ছে। এ সময় ঘটনাস্থলে রাস্তার দুইপাশে দুটি লাশ পড়ে থাকতে দেখে আমাকে বিষয়টি জানান। পরে অতিরক্ত পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে ভোর ছয়টার দিকে মর্গে পাঠায়।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে চারটি দা, দুটি রশি ও একটি করাত উদ্ধার হয়েছে। ধারণা করা হচ্ছে, দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলিতে তাদের মৃত্যু হয়েছে। নিহতদের একজনের পরনে চেকশার্ট ও প্যান্ট ছিল। অপরজনের পরনে ছিল প্রিন্টের শার্ট ও লুঙ্গি। তাদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
এর আগে ১১ জুলাই একইস্থান থেকে যশোরের হাশিমপুরের বাবলুর রহমান বাবলা নামের এক যুবকের লাশ উদ্ধার হয়েছিল।